• বুধবার ০৯ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৪ ১৪৩১

  • || ০৪ রবিউস সানি ১৪৪৬

Find us in facebook

দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কা, ঝরল ২ প্রাণ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৪  

Find us in facebook

Find us in facebook

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় সড়কে দাঁড়িয়ে থাকা ভ্যানে ট্রাকের ধাক্কায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ মাছ বাজারে এলাকায় দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের পীরগঞ্জ উপজেলার কুমারপুর গ্রামের গোফ্ফার হোসেন (৬৮) ও দিনাজপুরের বিরামপুর উপজেলার কোচগ্রামের ওমর আলীর ছেলে আনোয়ার হোসেন (৫০)।

আহতরা হলেন- নবানগঞ্জ উপজেলার মোগরপাড়া এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে গোলাম মোস্তফা (৩৬), হাকিমপুর উপজেলার আলীহাট ইউনিয়নের ধাওয়া গ্রামের সাইদুল ইসলামের ছেলে আল-আমিন (৩৫) ও একই এলাকার কাদিপুর গ্রামের মহি উদ্দিনের ছেলে এনামুল হক (৫০)।

ঘোড়াঘাট থানার ওসি মোহাম্মদ নাজমুল হক বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি ট্রাক ঘোড়াঘাটের রানীগঞ্জ মাছ বাজার এলাকা অতিক্রম করার সময় সড়কে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে ধাক্কা দেয়। এ সময় ভ্যানে থাকা যাত্রীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহতরা চিকিৎসাধীন অবস্থায় ঘোড়াঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

Place your advertisement here
Place your advertisement here