– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ময়েজউদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত করবে- প্রধানমন্ত্রী দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়, নদীবন্দরে সতর্কতা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলের মরদেহ

মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ব্যবসায়ীর

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

কুড়িগ্রাম সদর উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. হযরত আলী (৪৫) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ মে) বিকেলে সদরের ধরলা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হযরত আলী উলিপুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি একজন স্টক ব্যবসায়ী। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, কুড়িগ্রামের ধরলা ব্রিজ পাড়ে পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে হযরত আলী সড়কের মাঝে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার চিকিৎসার জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের প্রতিবেশী মোহাম্মদ বায়োজিত ইসলাম বলেন, হযরত আলী আমাদের এলাকার দূর্গাপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছিলেন। এছাড়া তার স্ত্রী মোছা. কহিনুর বেগম দূর্গাপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত আসনের নারী সদস্য।

কুড়িগ্রাম সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, নিহতের মরদেহটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Place your advertisement here
Place your advertisement here