– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –
  • বৃহস্পতিবার ২৮ সেপ্টেম্বর ২০২৩ ||

  • আশ্বিন ১৩ ১৪৩০

  • || ১২ রবিউল আউয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ময়েজউদ্দিনের বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উৎসাহিত করবে- প্রধানমন্ত্রী দুর্গাপূজায় গুজব ঠেকাতে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ আইজিপির দুপুরের মধ্যেই ৬০ কিলোমিটার বেগে ঝড়, নদীবন্দরে সতর্কতা পরকীয়ার জেরে স্বামীকে হত্যা, স্ত্রীর যাবজ্জীবন মায়ের হাতের সঙ্গে বাঁধা ছিল ২ ছেলের মরদেহ

করতোয়া নদীতে ভেসে উঠছে মরা মাছ

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ মে ২০২৩  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় করতোয়া নদীর কয়েক কিলোমিটার এলাকা জুড়ে মাছ মরে ভেসে ওঠার ঘটনা ঘটেছে। ছোট মাছের পাশাপাশি বড় মাছ প্রায় নিস্তেজ হয়ে ভেসে উঠছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৪ মে) দিনভর ভজনপুর দেবনগড় ইউনিয়নের সীমান্ত এলাকার করতোয়া নদীতে এ চিত্র দেখা মিলে। তবে মাছ মারা যাওয়ার কারণ নিশ্চিত করতে পারেনি কেউ।

করতোয়া নদীর একটি অংশের মধ্যে অভয়াশ্রমও থাকার পাশাপাশি পুরো নদীতে মাছ মরে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে স্থানীয়রা। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন নদীটির উজানে ভারতীয় অংশ থেকেই এই সমস্যার শুরু হয়েছে। অন্যদিকে নদীর পানিতে কীটনাশক জাতীয় কোন দ্রব্য মিশে যাওয়ায় এমনটি ঘটে থাকতে পারে।

বিষয়টি তদন্তের দাবি করছেন স্থানীয়রা। ঘটনার পর মৎস্য বিভাগের লোকজন ঘটনাস্থল পরির্দশন করলেও কোন পরীক্ষা নিরীক্ষার জন্য মাছ সংগ্রহ করেনি। এছাড়া এসব মাছ খাওয়ার বিষয়েও স্থানীয়দের সতর্ক করা হচ্ছে না। এদিকে উজানে ভারতীয় অংশ থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে বলে জানান তেঁতুলিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান।
 

Place your advertisement here
Place your advertisement here