• শনিবার ০৫ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২০ ১৪৩১

  • || ৩০ রবিউল আউয়াল ১৪৪৬

Find us in facebook

মোটরসাইকেল ঢুকে গেলো ট্রাকের মধ্যে, আরোহী নিহত

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ জুলাই ২০২২  

Find us in facebook

Find us in facebook

পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কে থেমে থাকা ট্রাকের ভেতর মোটরসাইকেল ঢুকে গিয়ে এক আরোহী নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম সাফারুল ইসলাম (২৮)। তিনি ঠাকুরগাঁও সদর উপজেলার সালান্দর ইউনিয়নের দেওগাঁও গ্রামের ইউসুফ আলীর ছেলে।

বৃহস্পতিবার রাতে ঠাকুরগাঁও সদরের বোর্ড অফিস তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, মোটরসাইকেল আরোহী সাফারুল পঞ্চগড়ের বোদা থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে পাথরভর্তি একটি ট্রাক থেমে ছিল। মোটরসাইকেলটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। এতে গুরুতর আহত হন সাফারুল। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

বোদা হাইওয়ে থানার সার্জেন্ট রাশেদ জানান, পাথরভর্তি একটি নষ্ট ট্রাক রাস্তার পাশে থেমে ছিল। দুর্ঘটনাবশত মোটরসাইকেলটি ট্রাকের ভেতরে ঢুকে যায়। ধারণা করা হচ্ছে, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন চালক।

ঠাকুরগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন সংবাদমাধ্যমকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Place your advertisement here
Place your advertisement here