• বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৭ রমজান ১৪৪৫

Find us in facebook

কুতুবদিয়া দ্বীপে সাড়ে ১৩ হাজার বর্গফুট-এর মানব পতাকা প্রদর্শন   

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৭ মার্চ ২০২২  

Find us in facebook

Find us in facebook

 মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের (২৬ মার্চ) ৫১তম বর্ষে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষও চলছে। তাই একে স্মরণীয় করে রাখতে কুতুবদিয়া দ্বীপে এক হাজার ৭১৭ শিক্ষার্থী মিলে সাড়ে ১৩ হাজার বর্গফুটের একটি মানব পতাকার প্রদর্শন করেছে। 

গতকাল শনিবার (২৬ মার্চ) দুপুরের দিকে কুতুবদিয়া ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ধুরুং স্টেডিয়ামে (স্থানীয় নাম) জাতীয় পতাকা ডিসপ্লে প্রদর্শন করে। এতে ১ হাজার ৭১৭ জন শতাধিক শিক্ষার্থী অংশ নেয় বলে জানিয়েছে বিদ্যালয় সূত্র।

বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক সমীর শীল বলেন, স্বাধীনতা দিবস উদযাপনে ধুরুং স্টেডিয়ামে বিশেষ আয়োজন ছিল শিক্ষার্থীদের নিয়ে মানব পতাকা ডিসপ্লে প্রদর্শন। সাড়ে ১৩ হাজার বর্গফুটের মানব পতাকার দৈর্ঘ্য ছিল ১৫০ ফুট ও প্রস্থ ৯০ ফুট। এতে ১হাজার ৭১৭ জন ছাত্র-ছাত্রী অংশ নেয়। 

ধুরুং আদর্শ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ অধ্যক্ষ মোর্শেদুল আলম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বিশেষভাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনের লক্ষ্যে তারা তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানের ১৭ শতাধিক ছাত্র-ছাত্রী নিয়ে দেশের একক প্রতিষ্ঠান হিসেবে বৃহৎ মানব পতাকার ডিসপ্লে প্রদর্শন করতে সক্ষম হয়েছেন। ধুরুং স্টেডিয়ামে শিক্ষার্থীদের মানব পতাকার ডিসপ্লেটি উপজেলা নির্বাহী অফিসার মো. নুরের জামান চৌধুরী প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন।

বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান মনজুর আলম সিকদারের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে দক্ষিণ ধুরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আজম সিকদার, লেমশীখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, দক্ষিণ ধুরুং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল আলম সিকদার প্রমূখ বক্তব্য রাখেন।
কে/

Place your advertisement here
Place your advertisement here