• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

সিলেটে দশটন খাদ্য সহায়তা পৌঁছে দিয়েছে আর্মি এভিয়েশন 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

মোবাইল অপারেটর কোম্পানী বাংলালিংক থেকে দেয়া প্রথম ধাপের দশ টন খাদ্য সামগ্রী আর্মি এভিয়েশনের তত্ত্বাবধানে সিলেট সেনানিবাসে পৌঁছেছে। গতকাল বুধবার বেলা দশটায় আর্মি এভিয়েশন গ্রুপের হেলিকপ্টারযোগে খাদ্যসামগ্রী সিলেট পাঠানো হয়। এসব খাদ্য সামগ্রী সিলেট সেনানিবাসের তত্ত্বাবধানে অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হবে।  

পাশাপাশি আর্মি এভিয়েশন গ্রুপ পার্বত্য অঞ্চলে সেনা ও বিজিবির দুর্গম ক্যাম্পগুলোতে প্রয়োজনীয় রেশন ও ওষুধ সরবরাহসহ জনসাধারণের জন্য ত্রাণ সামগ্রী পরিবহণ করে আসছে।  

করোনা সংকটে জরুরি সহায়তা দিতে আর্মি এভিয়েশন গ্রুপের তিনটি এমআই হেলিকপ্টার ও একটি বিমান সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।

গত ২৬শে মার্চ থেকে আজ পর্যন্ত আর্মি এভিয়েশন গ্রুপ ৪৩ টন মেডিসিন, মাস্ক, পিপিইসহ জরুরি চিকিৎসা সরঞ্জাম দেশের বিভিন্ন সেনানিবাসে পৌঁছে দিয়েছে।

Place your advertisement here
Place your advertisement here