• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook

নিজ আসনের ৩০ হাজার পরিবারে খাবার বিতরণ করলেন পানি সম্পদ উপমন্ত্রী

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনার প্রাদুর্ভাবে শরিয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে ৩০ হাজার পরিবারের খাবারের ব্যবস্থা করেছেন পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম । যতদিন করোনা পরিস্থিতি থাকবে ততদিনই তাদের জন্য এ ব্যবস্থা থাকবে বলে নির্বাচনী এলাকা নড়িয়া-সখিপুরের কর্মহীন এসব পরিবারকে অভয় দিয়ে ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মন্ত্রী।

জানা যায়, বাংলাদেশ আওয়ামী লীগ ও বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন এর যৌথ উদ্যোগে চতুর্থ ধাপে নড়িয়া-সখিপুরে ৩০ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়ার ব্যবস্থার পাশাপাশি নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় ইমাম, মুয়াজ্জিন ও অস্বচ্ছল আলেমদের মাঝে ১০০০ প্যাকেট (প্রতি প্যাকেটে ১০কেজি চাল,১লিটার সয়াবিন,২কেজি চিনি,২কেজি ছোলা,গুড়াদুধ ২৫০ গ্রাম,আলু ২ কেজি,মসুর ডাল ১ কেজি,পেয়াজ ১ কেজি) মানবিক সহায়তা বিতরণ করা হয়।


এর আগে সখিপুরের ৯টি ইউনিয়নের কর্মহীন রিক্সা-ভ্যান চালক, দিনমজুর, হতদ্ররিদ্র ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী (চাল-ডাল) বিতরণ করা হয়েছে। চিকিৎসাসেবার পাশাপাশি খাদ্য ও ত্রানসামগ্রী বিতরণ করছে নড়িয়া ও সখিপুর উপজেলা আওয়ামী লীগ। ইতিমধ্যে নড়িয়া, সখীপুর ও ভেদরগঞ্জের ২৫টি ইউনিয়নে সাড়ে ১২হাজার পরিবারের হাতে বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়েছে।

Place your advertisement here
Place your advertisement here