• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

‘সারা পৃথিবীতে সর্বাগ্রে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেন শেখ হাসিনা’ 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোটে শ ম রেজাউল করিম বলেছেন, বিশ্বের সকল উন্নত দেশসহ ২ শতাধিক দেশ আর্থিকভাবে করোনার প্রার্দুভাবে ক্ষতিগ্রস্থ হলেও একমাত্র বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বাগ্রে প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন। এই প্যাকেজ ঘোষণার ফলে বাংলাদেশের ক্ষতিগ্রস্ত আর্থিক খাতসহ সকল সেক্টরে ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব হবে। মন্ত্রী গতকাল শনিবার  পিরোজপুরে নতুন অ্যাম্বুলেন্সসহ স্বাস্থ্য বিভাগের জন্য মোট ৫টি গাড়ির চাবি সিভিল সার্জন ডা. হাসনাত ইউসুফ জাকির হাতে হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন।

এ সময় তিনি এই দুর্যোগ মোকাবেলায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, সকল ধর্মের ও সকল সম্প্রদায়ের জন্য সমান সহযোগিতা দেওয়া হবে। এর আগেও প্রথম দফায় পিরোজপুর ১ আসনের তিনটি উপজেলার ১২ হাজার নিম্ন আয়ের লোকদের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। এ নিয়ে মোট ২৭ হাজার পরিবারের মাঝে ত্রাণসামগ্রী পৌঁছালেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী।

বাংলাদেশ সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনা রোগী ও চিকিৎসকদের আনা নেওয়ার জন্য ৫টি নতুন গাড়ি সরবরাহ করে। একই সময়ে মন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে পিরোজপুর ১ আসনের বিভিন্ন এলাকার কর্মহীন অসচ্ছল মানুষের মাঝে পবিত্র রমজানের খাদ্যসামগ্রীসহ ১৫ হাজার খাদ্য দ্রব্যের প্যাকেট বিতরণ উদ্বোধন করেন।
 
তিনি আরো বলেন, এখন সমালোচনার সময় নয় তাই অহেতুক সমালোচনা থেকে বিরত থাকতে তিনি আহ্বান জানান। তিনি বলেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকতে একটি মানুষও না খেয়ে থাকবে না। তিনি মাছ, মাংস, ডিম, দুধ, ধান সবজিসহ সকল খাদ্যদ্রব্যের উৎপাদন বৃদ্ধির জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশকে তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে। তিনি সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা এবং সঠিকভাবে খাদ্য বিতরণের বিষয়ে নির্দেশনা দিচ্ছেন। গাড়ির চাবি হস্তান্তর ও খাদ্য দ্রব্য বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট. এম এ হাকিম হাওলাদার বক্তব্য রাখেন। এ সময় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাবৃন্দ ও আওয়া মীলী, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Place your advertisement here
Place your advertisement here