• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

Find us in facebook

করোনা রোধে উদ্ভুত পরিস্থিতিতে ঘরে বসেই মিলছে স্বাস্থ্যসেবা 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ মার্চ ২০২০  

Find us in facebook

Find us in facebook

করোনাভাইরাস প্রতিরোধে উদ্ভুত পরিস্থিতিতে ঘরে বসে মানুষ যাতে প্রাথমিক স্বাস্থ্যসেবা পেতে পারেন সেজন্য টেলিমেডিসিন সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে ময়মনসিংহের রক্তদাতাদের সংগঠন ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটি। আর তাদের এ উদ্যোগে সাড়া দিয়ে এ সেবা দিচ্ছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৩০ জন চিকিৎসক।
ব্রহ্মপুত্র ব্লাড কল্যাণ সোসাইটির সভাপতি মমিনুর রহমান প্লাবন বলেন, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ২টা পর্যন্ত মিলবে এ সেবা। আমরা নির্দিষ্ট সময়, চিকিৎসকদের নাম ও মোবাইল নম্বর উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা চালাচ্ছি। যাতে এ সংকটময় মুহূর্তে সাধারণ মানুষ ঘরে বসেই তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা সেবা পান। 

গতকাল সোমবার (৩০ মার্চ) থেকে শুরু হয়েছে এ টেলিমেডিসিন সেবা।

Place your advertisement here
Place your advertisement here