• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

রংপুরে মানুষ কেনাবেচার হাট!

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২০  

Find us in facebook

Find us in facebook

আধুনিক সভ্য যুগে দাসপ্রথা বিলুপ্ত। কিন্তু এখনো মানুষ কেনাবেচা হয়! আগে মনিবরা সবসময়ের জন্য মানুষকে কিনে অধীনস্ত করতো। এখন মাত্র একদিনের জন্য টাকার বিনিময়ে মানুষের শ্রম কেনাবেচা হয়। আর নিজেদের শ্রম একদিনের জন্য বিক্রি করতে আসেন শ্রমজীবী মানুষরা। আর নিজেদের বিক্রি করা আয়েই জ্বলে তাদের রান্নাঘরের চুলা।

দেশের উত্তরের অন্যতম বৃহৎ ও প্রাচীন শহর রংপুরের প্রাণকেন্দ্র শাপলাচত্বরে বসে মানুষের শ্রম কেনাবেচার হাট। ভোর বেলা থেকে হাটে আসেন শ্রমজীবীরা। চত্বরকে ঘিরে আলাদা আলাদা দল বেঁধে বসা মানুষগুলো ক্রেতার অপেক্ষায় থাকেন। ক্রেতা এসে পছন্দ অনুযায়ী দরদাম করে তাদের নিয়ে যান।

হাটে ক্রেতারা এসে প্রথমে পছন্দ মতো লোক, সংখ্যা বাছাই করেন। পরে দাম বলে নির্দিষ্ট একটা কাজ বা পুরো দিনের জন্য নিজেকে বিক্রি করেন শ্রমজীবী মানুষ। আর এভাবে শ্রম বিক্রি হলেই পরিবার চালানোর অর্থ জোটে। 

হাটে নানা কাজে দক্ষ লোকেরা আসেন। এর মধ্যে রয়েছে বাসাবাড়ির নির্মাণের জন্য রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, ইট-পাথর-বালু পরিবহনের শ্রমিক, ক্ষেতমজুর থেকে বাগানের মালি।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, এখানে সব ধরনের কাজের মানুষ পাওয়া যায়। আগে সপ্তাহের প্রায় দিনই কাজ মিলতো। কিন্তু করোনাভাইরাস আসার পর থেকে কাজ পাওয়া মুশকিল হচ্ছে।

তাদের ভাষ্য, কর্মক্ষম থাকায় জনপ্রতিনিধিরা সরকারি সহায়তা বা প্রণোদনার জন্য তাদের নাম তুলে না। তাই দুর্যোগে কাজ হারিয়ে অনেক কষ্টে তাদের জীবন কাটছে।

Place your advertisement here
Place your advertisement here