• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

Find us in facebook
সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

বদরগঞ্জ উপজেলাকে লকডাউন ঘোষণা 

– দৈনিক রংপুর নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২০  

Find us in facebook

Find us in facebook

রংপুরের বদরগঞ্জ উপজেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় করোনা রোগী শনাক্ত হওয়ার পর এ ঘোষণা দেন ইউএনও নবীরুল ইসলাম। 
তিনি বলেন, শুক্রবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অব্যাহত থাকবে। এ সময় বদরগঞ্জ উপজেলার কোনো মানুষ বাইরে যেতে পারবে না এবং বাইরে থেকে কোনো মানুষ বদরগঞ্জ উপজেলায় প্রবেশ করতে পারবেনা। 

তিনি বলেন, লকডাউন কার্যকর করতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আগেই চেকপোস্ট বসানো হয়েছে। বর্তমানে চেকপোস্টের সংখ্যা আরো বাড়ানো হচ্ছে। 

বুধবার উপজেলার কালুপাড়া ইউপির বৈরামপুরে মালয়েশিয়া ফেরত এক যুবকের শরীরে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরদিন বৃহস্পতিবার উপজেলার কুতুবপুর ইউপির দক্ষিণ বাওচণ্ডি খিয়ারপাড়ায় তাবলিগ জামায়াত থেকে আসা এক ব্যক্তির শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। 

মালয়েশিয়া ফেরত ওই যুবক বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে এবং তাবলিগ জামায়াত ফেরত ব্যক্তি রংপুর মেডিকেলের আইসোলেশনে রয়েছেন। 

Place your advertisement here
Place your advertisement here